ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধান শিক্ষকের অপসারণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
প্রধান শিক্ষকের অপসারণ দাবি

ময়মনসিংহ: এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত না দিয়ে আত্মসাতের ‍অভিযোগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন অভিভাবকরা।

একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের সভাপতিরও অপসারণ দাবি করেন তারা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন। এসময় অভিভাবকদের মধ্যে এবি সিদ্দিক, আক্তার হোসেন, আবু বকর মেম্বার, মো. হাসান, শাজাহান কামাল মানিক, ফারুকুল ইসলাম রতন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, সালাউদ্দিন মাহমুদ সোহাগ, নিজাম উদ্দিন, আসলাম উদ্দিন, কাজী বিল্লাল, আনিসুজ্জামান সোহেল মেম্বার, হেলাল প্রম‍ুখ বক্তব্য দেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র সরকার ও ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেন অনিয়ম ও দুর্নীতি করে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন।

নির্দেশনা থাকলেও এখনও পর্যন্ত শিক্ষার্থীদের অর্থ ফেরত দিচ্ছেন না তারা। তাই অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।