ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: এসএসসি পরীক্ষা চলাকালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদ নামে সিলেটের একটি সংগঠন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।


 
সংগঠনটির সভাপতি সুহেল আহমদ মুন্নার সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন এর উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ, মাসুস আহমদ, জাকারিয়া, মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।