ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

সহিংসতা বন্ধে নোবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সহিংসতা বন্ধে নোবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: দেশব্যাপী সহিংসতা বন্ধ এবং শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার, সেক্রেটারি মুশফিকুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
 
মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা বলেন, দেশব্যাপী সহিংসতার ফলে মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এমন অবস্থায় তারা দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার দ্রুত সমাধান কামনা করেন।
 
এছাড়া, মানববন্ধন থেকে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানানো হয়।

মানববন্ধনের পূর্বে নবনির্বাচিত শিক্ষক সমিতি-২০১৫ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।