ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাকনবিতে শূন্য আসনে ভর্তি ২৩ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
জাকনবিতে শূন্য আসনে ভর্তি ২৩ ফেব্রুয়ারি

ময়মনসিংহ: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঁচটি শূন্য আসনে ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভর্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকনবি)।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস এম হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, ক ইউনিটে (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ফোকলোর বিভাগ) বিকালের শিফটে একটি, একই ইউনিটের চারুকলা বিভাগে দুটি আসন খালি আছে।

এছাড়া ‍খ ইউনিটে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং গ ইউনিটে বিকালের শিফটে একটি করে আসন খালি রয়েছে।

এসব খালি আসনে ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান হাফিজুর রহমান।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।