ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে

ক্লাসে ফিরছে বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ক্লাসে ফিরছে বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা

বাকৃবি (ময়মনসিংহ): টানা ২৪দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর অবশেষে উপাচার্যের অনুরোধে রোববার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) অনুষদীয় শিক্ষকদের সভায় এ সিদ্ধান্তের কথা জানান মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া।



মাৎস্যবিজ্ঞান অনুষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষদের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের সভাপতিত্বে ওই অনুষদের ৩৪জন শিক্ষকের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য ছাত্রলীগের হাতে কয়েকজন শিক্ষক লাঞ্চনার ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলে শিক্ষকরা রোববার থেকে ক্লাসে ফিরবে বলে জানায়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া বলেন, আমাদের দাবিগুলোর ব্যাপারে উপাচার্য আশ্বস্ত করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তাই আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা এখনও শেষ হয়নি।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. মহিরউদ্দীন বলেন, নানা জটিলতায় তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্ব হচ্ছে। আশা করি আমরা শিগগিরই প্রতিবেদন জমা দিতে পারব।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।