ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী যশোর বোর্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী যশোর বোর্ডে

যশোর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে দুই দফা পেঁছানোর পর শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতো যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


 
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) সৈয়দ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওয়তাধীন দুই হাজার ৪৭৩টি বিদ্যালয়ে এক লাখ ২৯ হাজার ১০০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

এদের মধ্যে ৬৫ হাজার ৮৩৩ জন ছাত্র ও ৬৩ হাজার ২৬৭ জন ছাত্রী রয়েছে।

পরীক্ষা গ্রহণের লক্ষে ২৪৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে খুলনায় ৪৭টি, বাগেরহাটে ২১টি, সাতক্ষীরায় ২২টি, কুষ্টিয়ায় ২৬টি, চুয়াডাঙ্গা ১৬টি, মেহেরপুরে ৮টি, যশোরে ৪৭টি, নড়াইলে ১৪টি, ঝিনাইদহে ২৬টি ও মাগুরায় ১৬টি কেন্দ্র রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।