ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শিক্ষা

দেশব্যাপী নৈরাজ্যে যবিপ্রবির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
দেশব্যাপী নৈরাজ্যে যবিপ্রবির নিন্দা

যশোর: চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশব্যাপী পেট্রোল বোমা ও ককটেলের হামলা, সহিংসতা ও নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে যবিপ্রবি’র সহকারী পরিচালক কাজী হায়াতুজ্জামান মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী পেট্রোল বোমা ও ককটেলের হামলা, সহিংসতা ও  নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় যবিপ্রবি উপাচার্য ড. আব্দুস সাত্তার, সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন।

একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশিষ্ট সকলকে অমানবিক কর্মকাণ্ড পরিহার করারও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।