ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বুধ-বৃহস্পতিবার রাবিতে শিবিরের ধর্মঘট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বুধ-বৃহস্পতিবার রাবিতে শিবিরের ধর্মঘট

রাবি: ৬ দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির।

মঙ্গলবার বেলা ১২টায় রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘটের ডাকা হয়েছে।

অন্য দাবিসমূহ হলো, আবাসিক হলসমূহ তল্লাশি করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র রাখার অপরাধে দোষীদের আইনের আওতায় আনা, হলে অবস্থানরত বহিরাগতদের উচ্ছেদ করে বৈধদের থাকার ব্যবস্থা করা, ক্যাম্পাস ও হলে সব ছাত্র সংগঠনের সহঅবস্থান নিশ্চিত করা, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সব হলের ডাইনিং খুলে দেওয়া ও খাবারে ভর্তুকি প্রদান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।