ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের শূন্য আসনের মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের শূন্য আসনের মেধা তালিকা প্রকাশ

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ‘বি’, ও  ‘ই’ ইউনিটের বিষয়ভিত্তিক শূন্য আসনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশিতি হয়েছে ৭ম মাইগ্রেশন তালিকাও।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ২৪১১ থেকে ২৫৫৭ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৪১৩ থেকে ৫৪৬ পর্যন্ত, ‘ই’ ইউনিটের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের মেধাক্রম ৭৬ থেকে ৭৭ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখের মধ্যে মনোনয়নপ্রাপ্ত বিভাগে ভর্তি হতে হবে। একই সময়ের মধ্যে মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে।

শূন্য আসনে বিষয়ভিত্তিক মেধা তালিকা ও ৭ম মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।