ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির কর্মকর্তা সমিতির অভিষেক

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জবির কর্মকর্তা সমিতির অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির অভিষেক ও বার্ষিক সাধারণ সভা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখতে এবং সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব রুটে নিয়মিত বাস চলছে।
 
শিক্ষার্থীদের সমাবর্তনের দাবির ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হবে কোনো ভাড়াটিয়া স্থানে নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসে। এজন্য দ্বিতীয় ক্যাম্পাস ভরাটের কাজ শিগগিরই শুরু করা হবে।

এসময় তিনি কর্মকর্তাদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ ও পদন্নোতি নীতিমালা সংশোধনীর আশ্বাস দেন।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে যার অবস্থান থেকে নিজ নিজ কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।