ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে বেরোবির আন্দোলনকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে বেরোবির আন্দোলনকারীরা

রংপুর: হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে যোগ দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকসহ আন্দোলনকারীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা হাসপাতালে চারদিন চিকিৎসা নিয়ে অনশনে যোগ দেন।



উপাচার্য অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে গত ০৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সামনে অনশন শুরু করে আন্দোলনকারীরা।

‍এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে অপসারণের দাবিতে গত তিন মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত বছরের ২৭ অক্টোবর থেকে শিক্ষক সমিতি বিভিন্ন দাবিতে এ আন্দোলন শুরু করে।


বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।