ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তি দাবি ছবি: প্রতীকী

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের মতো জাতীয় স্বার্থবিরোধী কাজে যারা জড়িত তাদের মানবতাবিরোধী অপরাধীদের চেয়েও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক সমাজসহ সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৭) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত ‘দেশ ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থা রক্ষায় এ মুহূর্তে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।



বক্তারা বলেন, প্রশ্নফাঁস এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে পঞ্চম শ্রেণির পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হচ্ছে। অথচ এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। অপরাধীরাও শনাক্ত হচ্ছে না। এর প্রভাব পড়ছে উচ্চশিক্ষায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছে।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে গুণগত মান আরো বাড়াতে হবে। কোয়ান্টিটির চেয়ে আমাদের কোয়ালিটির দিকে বেশি নজর দিতে হবে। আরো আধুনিক ও যুগোপযোগী করতে হবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা।  
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, বর্তমানে আন্দোলনের নামে নিরীহ মানুষকে বোমা মেরে, পুড়িয়ে হত্যা করা হচ্ছে। নিরীহ মানুষকে মারা আন্দোলন নয়, এটা বিশুদ্ধ সন্ত্রাস।

বৈঠকে বেসরকারি সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএ রাজ্জাক বলেন, বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান খুবই ভালো। গুটিকয়েক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যদের বদনাম হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু সমাধান দরকার।

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সেলিনা আক্তার বানু এমপি, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েত উল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ইয়াদ আলী খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।