ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

কারিগরি বোর্ডে নতুন চেয়ারম্যান শিগগিরই

নূরনবী সিদ্দিক সুইন ও ইসমাইল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
কারিগরি বোর্ডে নতুন চেয়ারম্যান শিগগিরই

ঢাকা: কারিগরি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এই পদে কারিগরি শিক্ষায় নেতৃত্বদানকারী একজন সিনিয়র অধ্যক্ষের নাম প্রস্তাব করা হয়েছে।

কারিগরি শিক্ষা প্রশাসনেও কাজ করেছেন তিনি।  

চেয়ারম্যান পদে নিয়োগের এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্বে আসছেন তার নাম জানা না গেলেও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা আবদুল হক চেয়ারম্যান পদে দায়িত্ব পাচ্ছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

চেয়ারম্যনের পদ দীর্ঘ দিন শূন্য থাকায় শিক্ষা বোর্ড সচিক আবদুল হক ওই দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সচিব পদে ও অতিরিক্ত দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠে। গত বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবদুল হকের দুর্নীতি তদন্ত করার জন্য শিক্ষাসচিব বরাবর চিঠি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠির সঙ্গে একটি অভিযোগপত্র সংযুক্ত করে দেওয়া হয়।

ওই অভিযোগপত্রে বলা হয়, আব্দুল হক তালুকদার নিয়মের বাইরে সাড়ে ৫ বছরের বেশি সময় ধরে তিনি সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে রয়েছেন। এ সময়ে জড়িয়ে পড়েছেন নানাবিধ দুর্নীতি-অপকর্মে। যা তার অধীনস্থ অনেকেই বলতে চাইলেও তার ভয়ে পারছেন না। তার কাছে জিম্মি হয়ে পড়েছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ও মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোক্তা-কর্তাব্যক্তিরা।

এছাড়া তার বিরুদ্ধে নিয়মের বাইরে একাধিক সরকারি গাড়ি ব্যবহারসহ বোর্ডের বড় একটি ফান্ড সোনালী ব্যাংক থেকে সরিয়ে বেসরকারি খাতের একটি ব্যাংকে ডিপোজিট করার অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে নিয়োগ, পদোন্নতিসহ টেন্ডারে অনিয়মের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

এদিকে আবদুল হক পুরোপুরি চেয়ারম্যান হওয়ার জন্য তারপক্ষে একটি বিশেষ চক্রের জোর লবিং, তদবির থাকলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারিগরি বোর্ডে সচিব ও চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ থাকায় তাকে শেষ পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় চেয়ারম্যান নিয়োগের বিধি মেনে কারিগরি শিক্ষায় নেতৃত্ব দেওয়া একজন সিনিয়র অধ্যক্ষের নাম প্রস্তাব করেছে। প্রধানমন্ত্রী অনুমোদন করলেই চেয়ারম্যান পদে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে।

আর এ নিয়োগ আদেশের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা বোর্ড পাবে দীর্ঘদিন ধরে শুন্য থাকা চেয়ারম্যানকে। কারিগরি শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলে বোর্ডে গতিশীলতা ফিরে আসবে। অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যা এতোদিন নেওয়া যাচ্ছিল না পূর্ণাঙ্গ চেয়ারম্যানের অভাবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।