ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

শিক্ষা

সাভারে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সাভারে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সাভার উপজেলার আদিবাসী সমিতির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি দেওয়া হয়।



এসময় উপজেলার চারটি আদিবাসী সমিতির আওতায় বিভিন্ন শ্রেণির মোট ১শ’ ৭২ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট তিন লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনবাজার সার্কেল মো. ফারুক আহম্মেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।