ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১০ মার্চ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বাকৃবিতে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১০ মার্চ

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শূন্য আসনে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে আগামী ১০ মার্চ।

বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোমাইগ্রেশন ও শূন্য আসনের তালিকা আগামী ৭ মার্চ প্রকাশ করা হবে। ৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মেধাক্রম ১৪১৩ থেকে প্রথম ৩০০ জনকে স্বশরীরে উপস্থিত হয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে রিপোর্ট প্রদান করতে হবে।

ওইদিন রাত ৮টার মধ্যে অপেক্ষামাণ তালিকার ফলাফল প্রকাশ করা হবে।

পরদিন ১০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ওইদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্ট্যান্ডবাই অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।