ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লিগ

মাসুদ আজীম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লিগ

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লিগের (এমপিএল) পর্দা উঠেছে।

সোমবার (২ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল’র উদ্বোধন ঘোষণা করা হয়।

ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বাবু। ।

এসময় মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড. রেজয়ানা খানের সভাপতিত্বে বিভাগের শিক্ষকসহ কয়েকশ‘ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
প্রথম দিনের খেলায় Micro Unicorn বনাম Micro Pirates মুখোমুখি হয়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জুলহাস উদ্দিন ও মো. তারিকুজ্জামান।

এবার এমপিএলে চারটি দল অংশ নিচ্ছে।

মাইক্রোবায়োলজি বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী রথী বিশ্বাস জানান, প্রথমবারের মতো এমপিএল দেখতে বেশ ভাল লাগছে। সামনের দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। এটা তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।