ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বুধবারের পরীক্ষা স্থগিত,এসএসসির দু’দিনের নতুন সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বুধবারের পরীক্ষা স্থগিত,এসএসসির দু’দিনের নতুন সূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি জোটের হরতালের কারণে বুধবারের (১১ মার্চ) দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিন দাখিলে উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল।

তবে রুটিনে ওইদিন সাধারণ বোর্ডের অধীনে এসএসসি ও এসএসসি ভোকেশনালে কোনো পরীক্ষা ছিল না।

পরবর্তীতে দাখিলে উচ্চতর গণিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোর্য়াটার ফাইনালে জায়গা করে নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টা শিথিল ছিল হরতাল।

এদিকে হরতালের কারণে ৩ ও ৪ মার্চের স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এসব পরীক্ষা যথাক্রমে আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চের পরীক্ষা ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত ৩ মার্চ এসএসসিতে জীববিজ্ঞান ও অর্থনীতি, দাখিলে ইসলামের ইতিহাস ও জীববিজ্ঞান, দাখিলে (ভোকেশনাল) উচ্চতর গণিত-১ (১৮২১), সামাজিক বিজ্ঞান-১ (৮৬২৫) ও কৃষিশিক্ষা-১ (১৮২৪) বিষয়ের পরীক্ষা ছিল।

আর ৪ মার্চ এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।

দাখিলে ছিল পৌরনীতি, মানতিক, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা।

বিএনপি জোটের হরতালের কারণে এসএসসি ও সমামনের ১৬ দিনে ২৭৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।

এখনও ৮, ১০ এবং ১১ মার্চের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

আর আগের ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ মার্চ শুক্রবার  সকাল ৯টা থেকে ১২টা, ১ মার্চের স্থগিত পরীক্ষা ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ০১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫/আপডেটেড-২০৫৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।