ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হরতালে পরীক্ষা বিঘ্নিত হলেও তোমরা পড়ালেখা চালিয়ে যাও

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
হরতালে পরীক্ষা বিঘ্নিত হলেও তোমরা পড়ালেখা চালিয়ে যাও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মুন্সীগঞ্জ: শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধে পরীক্ষা বিঘ্নিত হলেও তোমরা পড়ালেখা চালিয়ে যাও।
 
তিনি বলেন, দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।

তোমাদের হাত ধরেই গড়বো সমৃদ্ধ বাংলাদেশ, এগিয়ে যাবে দেশ।  

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ক্লাস পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মন্ত্রী এসব কথা বলেন।

পরে দুপুর দেড়টার দিকে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন শেষে বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন শিক্ষামন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএমএ-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব নিরু, জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।