কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি): বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
প্রথমে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রক্টর (ভারপ্রাপ্ত )মোহাম্মদ আইনুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ড.মুহম্মদ আহসান উল্যাহ, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মেহেদী হাসান, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, ছাত্র নেতা ইলিয়াস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ আল মাহবুব এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক প্রিয়াংকা পাল।
অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ক্যাম্পাসে আলোক সজ্জাকরণ।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫