ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে সেরা দল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে সেরা দল বাংলাদেশ

ঢাকা: অষ্টম দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করে সেরা দলের অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ।

ভারতের উদয়পুরের মোহনলাল শুখদিয়া বিশ্ববিদ্যালয়ে গত ৭-১১ মার্চ অনুষ্ঠিত উৎসবে বাংলাদেশ প্রতিনিধি দল লাইট ভোকাল, গ্রুপ সং, ডিবেট, ইলোকিউশন, পোস্টার মেকিং ও ওয়ান অ্যাক্ট প্লে ইভেন্টে অংশ নেয়।



উৎসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশের একটি প্রতিনিধি দল যোগ দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরফানুল হক ও ফাতেম তুল জান্নাত এবং চারটি সরকারি ও পাঁচটি সেবরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেন।

বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ ও মরিশাস।

বুধবার (১৮ মার্চ) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।