ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ইউল্যাবে স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

স্বাধীনতা দিবসের ৪৪তম বার্ষিকী উপলক্ষে ইউল্যাব ক্যাম্পাসে ‘হিস্ট্রি অব বাংলাদেশ ১৯৪৭-১৯৭১’ তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।



২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের একদিন আগে বুধবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামসুর রাহমানের কবিতা ‘স্বাধীনতা তুমি’ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইউল্যাব অ্যামেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে যুদ্ধকালীন সময়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, মুক্তির চেতনায় জাগ্রত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিল।

ইউল্যাব’র অন্যতম ক্লাব ‘সংস্কৃতি সংসদের’ স্বাধীনতার গান দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলন, ইউল্যাবের উপ-উপাচার্য এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার লেফট্যানেন্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের  কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।