ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীদের নবীনবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
শাবিপ্রবি শিক্ষার্থীদের নবীনবরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠান হয়।



নবীনবরণ অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষাবিদ ও শাবিপ্রবি’র আইআইসিটি বিভাগের পরিচালক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আমিনুল হক ভূঁইয়া ছাত্রছাত্রীদের উত্তাল মার্চের অভিবাদন জানিয়ে বলেন, তোমরা ভাগ্যবান। পরিবারের গণ্ডির বাইরে থেকে তোমাদের স্বাধীন জীবন শুরু হলো। যারা এ স্বাধীনতার সদ্ব্যবহার করবে তারাই সফল হবে।

শিক্ষাবর্ষ ২০১৪-১৫ এর ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নাজিয়া চৌধুরী স্বাগত বক্তব্যে জানান, এবার মোট ১৪২২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের প্রভাষক খোন্দকার আতকিয়া ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচিতি পর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন’রা নিজ নিজ অনুষদের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে চৌধুরী জুনায়েদ হাসনাইন ও উম্মে সুমাইয়া জান্নাত তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।