কুবি: নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, কুবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হকসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০১০ সালের ২৯ মার্চ থেকে কুবিকে নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ৩৩ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে নৃবিজ্ঞান বিভাগ। বর্তমানে এ বিভাগের ৮ জন শিক্ষক ও ৬টি ব্যাচে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫