বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.জহিরুল হক খন্দকার ও প্রক্টর অধ্যাপক ড.মো. হারুন-অর-রশিদ পদত্যাগ করেছেন।
রোববার সকালে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এনামুল হকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এনামুল হক বাংলানিউজকে জানান, নারী কেলেঙ্কারীর ঘটনায় ভিসির পদত্যাগ দাবি করে এ পর্যন্ত বিভিন্ন দায়িত্ব থেকে ৫৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।
পদত্যাগের বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার বাংলানিউজকে বলেন, আমি একটি সংগঠনের সদস্য। সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান দিয়েই আমি পদত্যাগ করেছি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫