বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যকে (ভিসি) সোমবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি।
অন্যথায় মঙ্গলবার থেকে শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় শিক্ষক সমিতি এ আল্টিমেটাম দেয়।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভিসির বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য প্রমাণে ব্যর্থ হওয়ায় ভিসিকে ওই আল্টিমেটাম দেওয়া হয়।
এর আগে গত ২৩ মার্চ উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে আনিত অভিযোগে উদ্বেগ প্রকাশ করে ভিসিকে ওই সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষক সমিতি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার ও প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ পদত্যাগ করেছেন।
রোববার সকালে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এনামুল হকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এনামুল হক বাংলানিউজকে জানান, নারী কেলেঙ্কারীর ঘটনায় ভিসির পদত্যাগ দাবি করে এ পর্যন্ত বিভিন্ন দায়িত্ব থেকে ৫৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।
পদত্যাগের বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার বাংলানিউজকে বলেন, আমি একটি সংগঠনের সদস্য। সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান দিয়েই আমি পদত্যাগ করেছি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫