সিলেট: মাধ্যমিকের পর এবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আগামী বুধবার (০১ এপ্রিল) সারা দেশের পাশাপাশি সিলেট বিভাগের ৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে সিলেট শিক্ষাবোর্ড। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে প্রশ্নপত্রসহ পরীক্ষার সরঞ্জাম।
এবার বিভাগের ২শ’ ৩৪ কলেজের অধীনে ৫৮ হাজার ৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ২৬ হাজার ৮শ’ ৩১ জন ছেলে ও ৩১ হাজার ২শ’ ৩২ জন মেয়ে।
রোববার (২৯ মার্চ) সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মান্নান বলেন, চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেটে। এ জেলায় ২৪ হাজার ৪শ’ ৭৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
এছাড়া মৌলভীবাজারে ১২ হাজার ৯শ’ ৪৫ জন, হবিগঞ্জে ১০ হাজার ৭শ’ ২০ জন ও সুনামগঞ্জ জেলায় নয় হাজার ৯শ’ ২৩ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানান তিনি।
সিলেট শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, চার জেলায় মানবিকে ৩৯ হাজার ৬শ’ ৩১ জন, বিজ্ঞান বিভাগে সাত হাজার ১শ’ ২১ জন ও ব্যবসায় ১১ হাজার ৩শ’ ১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান আরো বলেন, গত বছরের চেয়ে এবার পরীক্ষা কেন্দ্র বেড়েছে দু’টি। আর পরীক্ষার্থী বেড়েছে ২শ’ ১১ জন।
সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় লটারির মাধ্যমে প্রশ্নপত্র নির্ধারণ করা হয়েছে। যে কারণে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে সব উপজেলার কেন্দ্রগুলোতে প্রশ্নপত্রসহ পরীক্ষার সরঞ্জাম পৌঁছানো হয়ে গেছে।
রোববার জাতীয় সমন্বয় সেলের সভায় অংশ নেওয়ার কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন উল্লেখ করে বলেন, পরীক্ষাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক হয়েছে। তারাও খুব তৎপর।
এবছর পরিক্ষার্থী সংখ্যা বেশি না বাড়ার কারণ ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায়, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। নাশকতা রোধে প্রতিটি কেন্দ্রে পুলিশ ফোর্স মোতায়েন ছাড়াও প্রতি তিনটি কেন্দ্রে থাকবে একটি করে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, প্রতি তিনটি কেন্দ্রে একটি মোবাইল টিম থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন পদস্থ অফিসারের নেতৃত্বে পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।
এছাড়া সিলেট জেলার অধীনে থাকা কেন্দ্রগুলোতে প্রায় পাঁচ শতাধিক ফোর্স কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৮শ’ ৫২ জন। আর কেন্দ্র ছিল ৭৩টি। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে পরীক্ষার্থী বেড়েছিল ১৪ হাজার ৪শ ৯৭ জন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫