ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেবে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বাড়লেও এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।
দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা উপলক্ষে সোমবার(৩০ মার্চ’২০১৫) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার ৬৭ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী কমেছে। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০১টি, কেন্দ্র বেড়েছে ৬৭টি।
আগামী ১ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ থেকে ২২ জুনের মধ্যে।
সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য আমরা দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেছি জানিয়ে শিক্ষামন্ত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে দেশবাসীর সহায়তা কামনা করেন।
এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবশ্যিক বিষয় হিসেবে এবার প্রথমবারের মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫