জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট’ (হেকেপ) এর অধীনে ‘টিচিং-লার্নিং প্রসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে এ সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় তিনি বলেন, শিক্ষাপদ্ধতি ও শিক্ষাগ্রহণ- দু’টি বিষয়ই ওতপ্রোতভাবে জড়িত। এখানে ছাত্র-শিক্ষক উভয়ের মিথস্ক্রিয়ায় শিক্ষা প্রদান ও শিক্ষা গ্রহণ হয়ে ওঠে প্রাণবন্ত।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সেমিনার শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির নতুন নতুন দিক উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।
বিভাগের প্রভাষক নাসরীন সুলতানার সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি অধ্যাপক মনজুর ইলাহী, বিভাগীয় শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ড. মুনির হোসেন তালুকদার প্রমুখ।
সেমিনারের প্রথম সেশনে ‘টিচিং অ্যাট ইউনিভার্সিটি: এইমস্ অ্যান্ড অবলিগেশন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. গালিব আহসান খান। আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগর অধ্যাপক ড. ফাহমিনা আহমেদ। ‘থিওরি ইন এডুকেশন: টিচিং টেকনিক’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী।
দ্বিতীয় সেশনে ‘প্রিপারিং এ রিসার্স প্রপোজাল ইন ফিলোসফি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আলোচনা করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন।
‘নো-হাউ অর নলেজ: আন্ডারস্ট্যান্ডিং টিচিং অ্যান্ড লার্নিং ফিলোসফি অব দ্য পাবলিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। আলোচনা করবেন অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫