ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুর্নীতি না করার শপথ দুই শতাধিক শিক্ষার্থীর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
দুর্নীতি না করার শপথ দুই শতাধিক শিক্ষার্থীর

শেরপুর(বগুড়া): আমরা দুর্নীতি করবো না। দুর্নীতি মানবো না।

দুর্নীতি সইবো না। সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি-এসব স্লোগান দিয়ে দুর্নীতি না করার শপথ নিলো বগুড়ার শেরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৩০ মার্চ) দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী আয়োজিত কর্মসূচিতে এ শপথ নেয় তারা।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভাকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এস.এম বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সরোয়ার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতিকুল হাসান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার, সদস্য আনোয়ারা বেগম, আইয়ুব আলী, শিরিন আক্তার, সুধীন্দ্র নাথ রায়, বাবুল তালুকদার, গোলাম মোস্তফা, শিক্ষার্থী ফজিলাতুন্নেছা, সেলিম হোসেন, এনজিও কর্মী আমিনুল ইসলাম বাবলু ও আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

এসব কর্মসূচিতে শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ, টাউন কলোনি এজে উচ্চ বিদ্যালয়, আনোয়ারা সিরাজ স্কুল অ্যান্ড কলেজ ও শেরপুর ডিজে উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।