ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফরমপূরণে অতিরিক্ত টাকা

রাজশাহী কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
রাজশাহী কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: ফরমপূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে বিক্ষোভ করেন তারা।

এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমান অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি অস্বীকার করেন।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে জানান, অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য ফরমপূরণ চলছে। বুধবার ফরমপূরণের শেষ দিন। গত বছর ইংরেজি বিভাগের ফি ছিলো ৪ হাজার ৬০০ টাকা। এবার করা হয়েছে ৫ হাজার ৭০০ টাকা। এভাবে প্রতিটি বিভাগে এক থেকে দেড় হাজার টাকা করে ফি বাড়ানো হয়েছে।

ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে গেলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর হট্টগোল শুরু হলে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমানের দাবি, বর্তমানে যে ফি নেওয়া হচ্ছে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত। শিক্ষার্থীদেরও সেই প্রমাণপত্র দেখানো হয়েছে।

এরপরও শিক্ষার্থীরা অহেতুক বিক্ষোভ করেছে বলে দাবি করেন অধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।