ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভারতে উচ্চশিক্ষার আবেদন আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ভারতে উচ্চশিক্ষার আবেদন আহ্বান

ঢাকা: নিজের খরচে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশিদের প্রতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে
ঢাকায় দেশটির হাইকমিশন।

‘সেলফ ফিন্যান্সিং স্কিম’র আওতায় এমবিবিএস/বিডিএস, ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে ব্যাচেলর/ডিপ্লোমা কোর্সের জন্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।



ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, এই স্কিমের বিস্তারিতসহ আবেদন ফরম ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিভিন্ন স্কিমের আওতায় বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য শিক্ষার্থী লেখা-পড়ার জন্য ভারতে যান। এরমধ্যে বাংলাদেশ স্কলারশিপ স্কিম, ইন্ডিয়া স্কলারশিপ স্কিম ও কমনওয়েলথ স্কলারশিপ স্কিম উল্লেখযোগ্য।

‘সেলফ ফিন্যান্সিং স্কিম’র আওতায় আবেদনের জন্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

এছাড়া ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদনকারীদের পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

আর এমবিবিএস, বিডিএস ও ফার্মেসিতে আবেদনকারীদের পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে (উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান) ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

কোর্সগুলোর বিস্তারিত ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা www.hcidhaka.gov.in/pages.php?id=1474 লিংকে পাওয়া যাবে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে সত্যায়িত করতে হবে।

চার সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র পূরণ করে হাইকমিশনে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলশানে ভারতীয় দূতাবাসের শিক্ষা শাখায় (বাড়ি নং ২, সড়ক নং ১৪২, গুলশান -১) আবেদনপত্র জমা নেওয়া হবে।

জমা দেওয়ার সময় সব সনদ ও অন্যান্য কাগজপত্রের মূল কপি দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।