ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি মনোবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
জবি মনোবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনাতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

মীজানুর রহমান বলেন, মানুষ না চাইতে কোনো কিছু পেলে তার মূল্যায়ন করে না, আবার যে জিনিস লব্ধ হয় না তার মূল্য অনেক। আমরা জীবনে যা লাভ করছি তার প্রতি সন্তুষ্ট হয়ে যথাযথভাবে তার ব্যবহার ও প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি করতে পারবো।

মনোবিজ্ঞান বিভাগের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, মনোবিজ্ঞানের প্রথম সূচনা হয় ১৯০৫ সালে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু মানসিক সমস্যা রয়েছে। মনোবিজ্ঞানে রয়েছে এসব সমস্যার সমাধান।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন মোল্লা, ছাত্র-কল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অশোক কুমার সাহা প্রমুখ।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বিভাগীয় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।