ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ফটোগ্রাফিক ক্লাবের যাত্রা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
রাবি ফটোগ্রাফিক ক্লাবের যাত্রা শুরু

রাবি: সৃজনশীলতা বিকাশের প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে।
 
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ক্যাম্পাসে ফটোওয়াকের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 
 
ক্লাবের সংগঠক নাসির উদ্দিন, সালেহ রোকন এবং সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিকেল ৪টার দিকে রাবি শহীদ মিনার থেকে ফটোওয়াক শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল, প্রধান ফটক, সাবাস বাংলাদেশ চত্বরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে শেষ হয়।  
 
নাসির উদ্দিন জানান, ইন্টারনেটে রাবি সম্পর্কে সার্চ দিলে বিভিন্ন ইতিবাচক ছবির পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষের আলোকচিত্রের মতো বিভিন্ন নেতিবাচক ছবি আসে। এতে করে দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়।  
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক উল্লেখযোগ্য বিষয় আছে। আমাদের ক্লাবের সদস্যদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হবে।
 
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেকে ব্যক্তিগতভাবে ফটোগ্রাফি করেন। তাদের একত্র করে ফটোগ্রাফির মাধ্যমে সৃজনশীলতা বিকাশের প্রত্যয়ে রাবি ফটোগ্রাফিক ক্লাব কাজ করবে। প্রাথমিকভাবে ২৫জন সদস্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।