ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে এক লাখ ২৭ হাজার পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
যশোর বোর্ডে এক লাখ ২৭ হাজার পরীক্ষার্থী

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এতে গত বছরের তুলনায় এ বোর্ডে বেড়েছে ১২ হাজার পরীক্ষার্থী।



শিক্ষা বোর্ড সূত্র জানায়, বুধবার (০১ এপ্রিল) এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ জুন। পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে বোর্ডের আওয়াতাধীন ২১২টি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৪ হাজার ৮১৫ জন।
   
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও বোর্ড কর্মকর্তাদের দুশ্চিন্তা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে, পরীক্ষা নেওয়ার জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করছেন।

ইতোমধ্যে বোর্ড থেকে পরীক্ষা কেন্দ্রে খাতা ও হাজিরাপত্র স্ব-স্ব উপজেলায় পৌঁছে গেছে। হরতালের মধ্যে বুধবার (০১ এপ্রিল) প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা নিশ্চিত। এছাড়াও সরকার এ সিদ্ধান্তে অটল থাকলে বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা নেই।

ফলে, এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।