ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে কেমিকেল সোসাইটির বার্ষিক সম্মেলন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
কুবিতে কেমিকেল সোসাইটির বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: ‘Chemistry for Green Living’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কেমিকেল সোসাইটির ৩৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরআগে সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) সম্মেলন উদ্বোধন করা হয়।

বাংলাদেশ কেমিকেল সোসাইটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আল-নাকিব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ড. শরীফ বলেন, বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক গবেষণা করা সম্ভব হয় না। আমাদের নিষ্ঠার সাথে গবেষণা করতে হবে।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

আয়োজক কমিটির প্রধান ছিলেন কুবির বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দুর রহমান।

অনুষ্ঠানে রসায়ন গবেষণার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।

বিভিন্ন বিষয়ের গবেষণাপত্র উপস্থাপনা ও কারিগরি সেশনের সভাপতি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন।

সম্মেলনে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।