ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা

২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে ফাইল ফটো

ঢাকা: আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ এপ্রিল ৮টি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ২ মে সকাল ১০টা এবং বেলা ২টা থেকে অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল কারিগরি বোর্ডের পরীক্ষা আগামী ৪ মে সকাল ১০টায় এবং ২৮ এপ্রিল ৮টি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রসা বোর্ডের পরীক্ষা ১৬ মে সকাল ১০টা ও বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশন আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের আগে এবং পরে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ জানায়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫ আপডেট সময়: ১৭২৪ ঘণ্টা
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।