ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন রোববার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
নোবিপ্রবি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন রোববার

নোয়খালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীণ বরণ রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১৪টি বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পৃথক প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন বাংলানিউজের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীদের রোববার সকাল ৯টার আগের নিজ নিজ বিভাগে উপস্থিত হওয়ায় আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানানো হয়, ২০১৪-১৫ সেশনে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে প্রথম ১৫ (পনের) দিনের মধ্যে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এদিকে ক্লাস ও ওরিয়েন্টশন হওয়ার আগেই নতুন ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাস ও এর আশেপাশের বিভিন্ন মেসে আসতে শুরু করেছে। তবে চলতি সেশনে কোনো ছাত্র-ছাত্রী আবাসন সুবিধা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।