ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস ধর্মমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বেসরকারি শিক্ষকদের দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস ধর্মমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বেসরকারি শিক্ষকদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করে তা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রতিনিধি সভায় তিনি এ আশ্বাস দেন।

 

তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তবে এর জন্য শিক্ষকদের দলাদলি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা এ.এস.এম মেসবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ মো. আসাদুল হক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এস.এম আব্দুল জলিল ।

বাংলাদেশ সময় ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।