ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল সভা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন বিভাগ, শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা, গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ কে এম রেজাউল ইসলাম ও পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মনিরুল ইসলামসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।