ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নারী লাঞ্ছনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
নারী লাঞ্ছনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাবি: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
 
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ‘যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেয়েদের রাস্তায়, বাসে এমন কিংবা বাড়িতে নানাভাবে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। যৌন হয়রানি ও নারীদের প্রতি লাঞ্ছনা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
 
মানববন্ধন শেষে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ মাঠে গিয়ে শেষ হয়।  
 
পদযাত্রা শেষে যৌন হয়রানির প্রতিবাদ হিসেবে তারা ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যের চোখ কালো কাপড় দিয়ে ঢেকে দেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫ 
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।