ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে ওয়ার্কশপ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জবিতে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে ওয়ার্কশপ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স’ শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিভাগীয় সেমিনার কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।



অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সেলফ-অ্যাসেসমেন্ট কমিটির প্রধান ও বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর, সহকারী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দিন, আইকিউএসি-এর পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইএএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।