ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
জাবিতে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং এই ঘটনার জেরে ছয় ছাত্রকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম বদিয়ার রহমানকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।



বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

কমিটির অপরাপর সদস্যরা হলেন শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম আবু দায়েন, আল বেরুনী হলের প্রাধ্যক্ষ একেএম জসীম উদ্দিন, সহকারী প্রক্টর নিগার সুলতানা ও ডেপুটি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান। এরমধ্যে এবিএম আজিজুর রহমান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ১৮ মে শেখ হাসিনা হলের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৬ শিক্ষার্থীকে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও তার অনুসারীরা। পরে ঐ ছাত্রী উত্ত্যক্তের বিচার এবং মারধরে শিকার ছাত্ররা মারধর ও পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগের বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।