ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি, খোলা থাকছে হল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি, খোলা থাকছে হল

শাবিপ্রবি (সিলেট): হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন ছুটি পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কমকর্তারা।

রোববার (০৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছেলেদের আবাসিক হল খোলা থাকবে।

উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ চার মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।