ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

তিন বিভাগের ‘দ্বন্দ্ব’

সেই ভবন সিলগালা করেছে জাবি কর্তৃপক্ষ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
সেই ভবন সিলগালা করেছে জাবি কর্তৃপক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): এক একাডেমিক ভবনকে ঘিরে তিন বিভাগের ‘দন্দ্ব’ নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে ভবনটি খালি করে সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



পরে রাত প্রায় দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশ্ববর্তী ওই ভবনটি সিলগালা করে দেয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ভূ-তাত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের জিম্মি করে বিভাগ দখল করে নেন।

পরিবেশ বিজ্ঞান বিভাগের চার শিক্ষক ও কয়েকজন কমচারীকে আটকে রেখে সেখানে অবস্থানও নেন ওই দুই বিভাগের শিক্ষার্থীরা।

এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা ডাকে কর্তৃপক্ষ। সভায় ভবনটি খালি করে সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, রাতে সভার সিদ্ধান্তের কথা তিন বিভাগের শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে।

‘এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ভবনে গিয়ে আটক শিক্ষকদের মুক্ত করে তা সিলগালা করে দেওয়া হয়,’ বলেন তিনি।

গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ওই ভবনের তৃতীয় তলা বরাদ্দ দেয়। এরপর তারা সেখানে উঠে  বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন।

‘সিন্ডিকেটের এমন সিদ্ধান্তে’র প্রতিবাদে এরপর থেকেই শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছিলেন ভূ-তাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

তাদের দাবি, ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত ‌এই দুই বিভাগকে হস্তান্তর করতে হবে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।