ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ইবিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা ৮ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
 
ভর্তিচ্ছু বেশ কয়েকজন শিক্ষার্থী উত্তরাঞ্চলের পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে পারেনি।



এছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে দুই একটি করে আসন খালি থাকায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিভিন্ন বিভাগে দুই-একটি আসন খালি থাকায় সময় বৃদ্ধি করা হয়েছে। ৮ জুন পর্যন্ত ভর্তিচ্ছুরা এ সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।