ঢাকা: চলতি বছর দাখিল পরীক্ষায় মাদ্রসা বোর্ডের শীর্ষে রয়েছে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা। এই মাদ্রাসার ২১০ জনের মধ্যে ২০৯ নয় জন পাশ করেছে।
মূল্যায়নের একশ পয়েন্টের মধ্যে এই মাদ্রাসা পেয়েছে ৮০ দশমিক ৭৭।
শিক্ষার্থী নিবন্ধন (রেজি), নিয়মিত পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী, পাশের সংখ্যা, জিপিএ ৫ ইত্যাদি মূল্যায়ন করে সেরা ২০টি মাদ্রাসা নির্বাচন করা হয়েছে।
তালিকায় পর্যায়ক্রমে অন্যান্য মাদ্রাগুলো হচ্ছে পাবনা ইসলামিয়া আলীম মাদ্রসা (৭৯.৫৩), মোকরা ডিএসএন ফাজিল মাদ্রাসা নাঙ্গলকোট, কুমিল্লা (৭৯.১০), ঝালকাঠি এনএস কামিল মাদ্রসা (৭৮.৫০), ধাপ সাতগারা বায়তুল মোকাররম কামিল মাদ্রসা, রংপুর (৭৮.১৪), তামিরুল মিল্লাত কামিল মাদ্রসা ডেমরা, ঢাকা (৭৬.২৯), তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রসা, উত্তরা, ঢাকা (৭৫.৭২), দারুনজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রসা ডেমরা, ঢাকা (৭৫.৫৯), খুলনা কামিল মাদ্রসা (৭৫.৩০), শর্ষিনা দারুসসুন্নাত কামিল মাদ্রসা পিরোজপুর (৭৪.৭৯), কামালে-ইসকে-মোস্তফা আলিম মাদ্রসা চট্টগ্রাম (৭৪.০৮), হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসা, ঢাক (৭৩.১৭), সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা, বগুড়া (৭৩.০৭), দারুল কোরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা (৭২.৯৬), জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী (৭২.৮৬), আল জামেয়তুর ফালেহিয়া কামিল মাদ্রাসা, ফেনী (৭২.৬২), হযরত খাদিজা (র.) মহিলা মাদ্রাসা, নওগাঁ (৭১.৯০), বায়তুশ শরফ আইডিয়াল কামিল মাদ্রসা চট্টগ্রাম (৭০.৯৮), মোঘলটুলি আফতাবউদ্দিন দাখিল মাদ্রাসা কুমিল্লা (৭০.৬৭) এবং শাহ জালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রসা (৭০.৩৯)।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১২ মে, ২০১১