ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলোজির সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলোজির সেমিনার

ঢাকা: বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র উদ্যোগে ‘উপশালা ইউনিভার্সিটি: অপরচুনিটি ফর স্টুডেন্টস অ্যান্ড রিসার্চার’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের কামালুদ্দীন আহমদ লেকচার গ্যালারিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে।



বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডেনের উপশালা ইউনিভার্সিটির দূত মঞ্জুর মোরশেদ।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের বৃত্তি, ভর্তি, গবেষণা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
 
বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজির সাধারণ সম্পাদক ও ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর সেমিনারে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।