ঢাকা: সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসাগুলোর বিভিন্ন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রিধারী ৭৮ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৬ (কলেজ-১) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে তাদের জাতীয় বেতন স্কেল ২০০৯ এর বেতনক্রমে পদোন্নতি দিয়ে পদায়ন করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন পদার্থ বিজ্ঞানের ২১ জন, রসায়নের ১৭ জন, প্রাণিবিদ্যার ১৬ জন, উদ্ভিদবিদ্যার ১৭ জন, ভূগোলের ৬ জন ও মৃত্তিকা বিজ্ঞানের ১ জন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমআইএইচ/আরএম