ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক (মূল্য সংযোজন কর) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
মানববন্ধনে সমাবেশে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, শিক্ষা কোনো বাণিজ্য নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যা খুবই সীমিত। তাহলে প্রতি বছর এত সব শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য কোথায় যাবেন? তাই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সন্তানই আসে মধ্যবিত্ত পরিবার থেকে। তাদের পক্ষে মূসক দিয়ে পড়ালেখা সম্ভব না। তাই আমরা এই মূসক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘন্টা, জুলাই ০৫, ২০১৫
ইউএম/এজেডকে/আরআই