ঢাকা: শিক্ষার্থীদের সঠিক পেশাগত দিকনির্দেশনা এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘এমপ্লয়িবিলিটি প্লাস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে ও যুক্তরাজ্যের দ্য ফিউচার লিডার্স লি. এর পরিচালনায় এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ফিউচার লিডার্স লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজির আলম।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক সৈয়দ মারুফ রেজার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম, অ্যালাইড হেলথ সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তাফা, দৈনিক বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক হোমায়ারা শারমিন ও দ্য ফিউসার লিডার্স লি. এর প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী ফারজানা শারমিন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনার ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসএস